আবরার হত্যার রায় পেছাল

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০১:৩৮

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

আজ (রবিবার) দুপুর ১২টায় আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান নতুন এ তারিখ ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে আসামিদের এজলাসের ডকে রাখা হয়। ১২টা ৫ মিনিটে এজলাসে উঠেন বিচারক।

এ সময় বিচারক রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, রায় প্রস্তুত না হওয়ায় আগামী ৮ ডিসেম্বর রায়ের পরবর্তী তারিখ নির্ধারণ করা হলো।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর