দেশে এল মেট্রোরেলের আরও দুই ইঞ্জিন ও চার বগি

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২১, ১১:২৮

ছবিঃ সংগৃহীত

চলমান মেট্রোরেল প্রকল্পের জন্য জাপান থেকে আরও দুটি ইঞ্জিন ও চারটি বগি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী ‘এম ভি ব্রাইটলি কোরাল’ নামের একটি জাহাজ। শুক্রবার রাতে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা সমুদ্রবন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে এমভি ব্রাইটলি কোরাল।

মেট্রোরেলের চারটি বগি ও দুই পাশের দুটি ইঞ্জিন ছাড়াও বিভিন্ন সরঞ্জাম নিয়ে গত ২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে।

শনিবার সকাল থেকে সব মালামাল খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ৩১ মার্চ প্রথম মেট্রোরেলের চারটি কোচ ও দুটি ইঞ্জিন নিয়ে বাংলাদেশে আসে। এরপর ধারাবাহিকভাবে মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ইঞ্জিন, কোচসহ বিভিন্ন যন্ত্রাংশ আনা হচ্ছে।

এর আগে গত ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে দুটি ইঞ্জিন ও চারটি কোচ, ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে আটটি বগি ও চারটি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল এবং ২ অক্টোবর চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে এমভি এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে নোঙর করে।

আগামী ডিসেম্বরে মেট্রোরেলের আরও একটি চালান দেশে আসার কথা রয়েছে। এমভি ব্রাইটলি কোরাল জাহাজে করে আসা বগি-ইঞ্জিন ও যন্ত্রাংশ খালাস করে এগুলো নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপোতে নেওয়ার কাজ শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর