-2021-11-01-19-08-19.jpg)
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে নির্বাচিত শেরীফা কাদের সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন।
সোমবার (১ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।
শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলটির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্ববায়ক। একইসঙ্গে শেরীফা কাদের লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।
প্রসঙ্গত, জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: