সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করা হোক : জাফরুল্লাহ

সময় ট্রিবিউন | ২৮ অক্টোবর ২০২১, ০৮:২০

ছবিঃ সংগৃহীত

সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দেওয়া হোক। যেখানে যে কোনো ধর্মের লোক পড়তে পারবে। সমাজের চুরি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করতে হলে নৈতিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই। 

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নৈতিক সমাজ’ নামের একটি সংগঠন আয়োজিত সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা হয়েছে তা সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতা। এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এই ঘটনা ঘটার অন্যতম আরেকটি কারণ আমরা নৈতিকতা ধারণ করিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর