হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন : ফখরুল

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ২৩:০৭

ছবিঃ সংগৃহীত

সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে দেশের মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সৃষ্টি করে অস্থিতিশীল করছে দেশকে। যার প্রমাণ রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। 

রোববার (২৪ অক্টোবর) সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। 

তিনি বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণ এবং তাদের সম্পত্তির নিরাপত্তা দিতে। একই সঙ্গে আজ আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা যারা আছেন, তাদের যে ধর্ম বিশ্বাস, পালন, উপাসনালয়গুলো- এগুলোরও কোনো নিশ্চয়তা নিরাপত্তা দিতে পারছে না সরকার।

‘একই সংঙ্গে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সমাজেরও কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না সরকার। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে সরকার।’

তিনি বলেন, সম্প্রতি যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। 

আগামী নির্বচন নিয়ে বিএনপির প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে তো নির্বাচনী কোনো পরিস্থিতি পরিবেশ নেই। নির্বাচন নির্বাচন খেলা করে গত দুই টার্ম জোর করে ক্ষমতায় বসে আছে তারা। আগামী নির্বাচনে তখনই আমরা অংশগ্রহণ করব, যখন নির্বাচনের সত্যিকারের পরিবেশ তৈরি হবে। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। সে জন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার, তার অধীনে একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। সে জন্যই আমরা আন্দোলন করছি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর