এই রাস্তায় চলাচলের সময় মানুষ বুঝতে পারবে না ইংল্যান্ডে নাকি বাংলাদেশে

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ২০:১৯

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকটি প্রান্ত আর প্রান্তিক মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে।দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থ-সামাজিক উন্নয়ন হবে, সে লক্ষেই কাজ করছে সরকার। 

রোববার (২৪ অক্টোবর) সকালে পায়রা-লেবুখালী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন সরকার প্রধান। 

লেবুখালি ব্রিজ উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ও পর্যটন খাতের উন্নতি হবে বলে জানান। একই অনুষ্ঠান থেকে ঢাকা সিলেট, তামাবিল ছয় লেন সড়কের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, এই সড়কের মাধ্যমে অন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের মধ্যে যুক্ত হবে বাংলাদেশ। এই রাস্তায় চলাচলের সময় মানুষ বুঝতে পারবে না ইংল্যান্ডে নাকি বাংলাদেশে আছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি মহল বাংলাদেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে।  

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর