নবীর দেখানো পথে চলার আহ্বান মেয়র তাপসের

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ১৯:৫৭

ছবিঃ সংগৃহীত

নবীজির একজন নগণ্য উম্মত হিসেবে আমি সকলের কাছে নিবেদন করতে চাই, নবীজির আদর্শ, নবীজির চিন্তা-চেতনা, শিক্ষা-দীক্ষা আমরা যতটা ধারণ করতে পারব, আমরা ততটাই নবীজির ভালোবাসা পাব। যার বিনিময়ে হাশরের ময়দানে তিনি আমাদের বেহেশতের পথ দেখাবেন। তাই আমরা সকলেই যেন সেই পথেই চলি, যে পথ প্রিয় নবী আমাদের দেখিয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

এসময় তিনি ঘোষণা দেন আগামী বছর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী আরও বড় পরিসরে আয়োজন করা হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর