দেশ যখনই এগিয়ে যায় তখন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য বিশেষ একটি শ্রেণি বিভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধীতা করেছে সেই অপশক্তিরা এ দেশে বিশৃংখলা সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের কাছেই জাতি জানতে পারবে কারা বিভিন্ন মন্দিরে হামলার মদদ দাতা, প্রশ্রয়দাতা ও ইন্দনদাতা। প্রকৃত দোষীরা অচিরেই চিহ্নিত হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে গাজীপুর জেলা শহরের সার্কিট হাউজ সংলগ্ন কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ হাসপাতালে চিকিৎসক, নার্স , জনবল ও অবকাঠামোর সঙ্কট রয়েছে। এ সঙ্কট কাটিয়ে উঠতে পারলে অচিরেই জনগণ একটি পুর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা পাবে।
আপনার মূল্যবান মতামত দিন: