প্রায় দুই যুগ পর আনুষ্ঠানিক সফরে ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২১, ২০:৪২

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে আনুষ্ঠানিক সফরে ফ্রান্স যাচ্ছেন। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেষবারের মত আনুষ্ঠানিক সফরে প্যারিস গিয়েছিলেন।

পাঁচ দিনের এ সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসের অ্যালিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশ-ফ্রান্সের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি সামনে রেখে দুই শীর্ষ নেতার এ বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার নতুন একটি দিক উন্মোচন হতে পারে বলে কূটনীতিকেরা ধারণা করছেন।

ঢাকা ও প্যারিসে কর্মরত বাংলাদেশের কূটনীতিকেরা গত শুক্রবার জানান, ফ্রান্স সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে আনুষ্ঠানিক সফর হিসেবে ঘোষণা করেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পাঁচ দিনের এ সফরের খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাসতেক্স, পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভস লো দ্রিখাঁ ও প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্ল সৌজন্য সাক্ষাত করবেন। এ ছাড়াও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়ের একটা সম্ভাবনা রয়েছে।

সফরকালে ১১ নভেম্বর সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য প্রবর্তিত ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার হস্তান্তর করবেন শেখ হাসিনা। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানাতে ২০২০ সালে বাংলাদেশের অর্থায়নে এই পুরস্কার প্রবর্তন করে ইউনেসকো। সফরের শেষ ও পঞ্চম দিনে প্যারিস পিস ফোরামের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর