সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে। কুমিল্লাসহ দেশের কয়েকটি স্থানে যারা হামলা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে, আমরা অনেক তথ্য পাচ্ছি। এখন ডিজিটাল যুগ। জড়িত যারাই হোক, আর যেই ধর্মেরই হোক না কেন, আমরা তাদের খুঁজে বের করবোই।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে হামলা যারাই করে থাকুক তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন এই ঘটনা আর কেউ কখনো ঘটানোর সাহস না করে।
আপনার মূল্যবান মতামত দিন: