মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে

সময় ট্রিবিউন | ১৪ অক্টোবর ২০২১, ০৬:২৫

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র ও সনদ প্রদান করা হবে। 

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বাড়ি বরাদ্দ করেছেন, যার বাজেট ইতোমধ্যে হয়েছে। 

আ ক ম জোমাম্মেল হক বলেন, আগামী মাসের মধ্যে সারা দেশে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দেবেন মুক্তিযোদ্ধারাই। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা ডিজিটালাইজেশন করা হচ্ছে। এই ডিজিটালাইজেশন ব্যবস্থার আওতায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ওষুধ সব ফ্রি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর