আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমরা তো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সেই রেকর্ড নেই। শেখ হাসিনা সাদা দুধের মতো পরিষ্কারের রাজনীতি করেন। আর অন্যরা অন্ধকারের রাজনীতি করেন, কালো রাজনীতি করেন আর এতিমের টাকা চুরি করেন। সত্য একসময় প্রকাশিত হয়, মিথ্যা বাতিল হয়।
সোমবার তার নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরের মুজিব শতবর্ষ মঞ্চে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের যে অফিস তার বাইরে একশ গজ যাওয়ার মতো ক্ষমতা আপনাদের নেই। নির্বাচন যথাসময়ে হবে। লাফালাফি না করে আপনারা বরং মানুষের কাছে যা আকাম-কুকাম করছেন, মাফ চেয়ে মানুষের মন ভিজাতে চেষ্টা করেন। কর্ম দিয়ে মানুষের কাছে হিসাব দিয়ে আমরাও যাব।
এ সময় তিনি বলেন, আমরা নেত্রীকে অনুসরণ করি। শেখ হাসিনা সম্পর্কে একটা কথাই বলি যে, যতক্ষণ তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
এদিন তিনি তার নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে এক হাজার টাকা করে বিতরণ করেন। এছাড়াও টিআর ও কাবিটার বরাদ্দ থেকে ৬৩২টি মসজিদ, ৬৯টি কবরস্থান, ৮০টি মন্দির, ১৬টি গির্জা ও ২০টি শ্মশানে ১০-১৫ হাজার করে আর্থিক অনুদান দেন। পরে বিকালে একইভাবে নির্বাচনি এলাকা নকলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও দলীয় নেতা এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: