সিলেবাস সংক্ষিপ্তকরণের আন্দোলন করলে আমলে নেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ২২:২৯

ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে ২০২১ ও ২২ সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না।

এসময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর