‘বিভিন্ন ব্যক্তি ও সংস্থার স্বার্থের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করানো যাচ্ছে না’

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৬:৫৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-ফাইল ছবি

বিভিন্ন ব্যক্তি ও সংস্থার স্বার্থের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের উপহার পাওয়া দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে।

তিনি আরও বলেন, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক ভালো। ১৯৭৮ সালে ২ লক্ষ রোহিঙ্গা এসেছিল, মিয়ানমার পরে তাদেরকে নিয়ে গেছে। ১৯৯২ সালে ২ লক্ষ ৫৩ হাজার রোহিঙ্গা আসছিল। এর মধ্যে ২ লক্ষ ৩৬ হাজার রোহিঙ্গা রাখাইনে ফেরত গেছে। বাকিরা বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। কিন্তু এবার কুচক্রি মহলের ইন্ধনে ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে থাকতে চাইছে।

রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার বদলে বাংলাদেশ সরকারকে জমি কিনে দেওয়া, চাকরি দেওয়াসহ নানা শর্ত মোটেও গ্রহণযোগ্য নয় বলেও মন্ত্রী উল্লেখ করেন।

এসময় মন্ত্রী আক্ষেপ করে বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ চেয়েছিলেন সবাইকে রাখাইনে নিয়ে যেতে। কিন্তু তাকেও ওই ষড়যন্ত্রকারীরা হত্যা করে ফেলেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর