গণতন্ত্রের কর্মসম্পর্ক বিএনপি নষ্ট করেছে : কাদের

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২১, ২০:৩৩

ছবিঃ সংগৃহীত

গণতন্ত্রের যে কর্মসম্পর্ক তা বিএনপি নষ্ট করে দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাধিকবারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে? এটি কী প্রতিহিংসা নয়?

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। 

আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে বেগম জিয়া এই ভুয়া জন্মদিন পালন করেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

তিনি প্রশ্ন রেখে বলেন, প্রতিহিংসার রাজনীতিতে কীভাবে সামাজিক সম্পর্ক বজায় রাখব। 

বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক কর্মসম্পর্কের বিষয়টি অনুপস্থিত মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করা আমাদের এখন খুবই জরুরি হয়ে পড়েছে। 

 এ সময় ওবায়দুল কাদের হাসিবুর রহমান স্বপনের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর