ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ০৮:০৩

ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় ব্যাপক ঝড় শুরু হয়। এদিকে দেশের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘণ্টায় এই দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ৮৩ কিলোমিটার।

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর