মেট্রোরেলের কোচ এখন ঢাকায়

নিউজ ডেস্ক | ২২ এপ্রিল ২০২১, ০৬:৩৫

ছবিঃ সংগৃহীত

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট। নির্ধারিত সময়ের দুইদিন আগে আজ বুধবার দুপুরে ৩টার দিকে মোট ছয় কোচের মধ্যে প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মেট্রোরেলের বগি ঢাকায় চলে এসেছে।

আজ দুপুর ১২টার দিকে সরকারের সংশ্লিষ্ট ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, ‘কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে। আজ ২১ এপ্রিল অপরাহ্নে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দুটি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরাস্থ ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

১৭ এপ্রিল ডিএমটিসিএল বলেছিল, ‘মোংলা সমুদ্র বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পন্ন করে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দু’টি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরা ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটির উদ্দেশ্যে ১৬ এপ্রিল যাত্রা শুরু করেছে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ দুইটি নদীপথে আগামী ২৩ এপ্রিল ২০২১ তারিখ উত্তরা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাঁদপুর অতিক্রম করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর