মিরসরাইতে স্বামীর হাতে স্ত্রী খুন

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৪

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইচাখালি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে স্বামীর হামলায় স্ত্রী রিজিয়া বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

হামলায় গুরুতর আহতাবস্থায় গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত রিজিয়া বেগম ইচাখালি ইউনিয়নের ছুনিমিঝির টেক এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। ঘটনার পর পুলিশ নিহতের স্বামীকে থানা হেফাজনে নিয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জায়গা জমি নিয়ে উপজেলার ইচাখালি ইউনিয়নের ছুনিমিঝির টেক এলাকার মৃত নুরুজ্জমা ছেলে জাহাঙ্গীর (৫৫)এর সাথে আপন ভাই মো. আলমগীর (৪৫), মো. খুরশিদ (৩০), মো. মিলন (২৭) দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

জায়গার নিষ্পত্তির জন্য কথা বলার উদ্দ্যেশে মো. আলমগীর তার ভাই জাহাঙ্গীরের স্ত্রী রিজিয়া বেগম এর কাছে ঢাকায় অবস্থান করা জাহাঙ্গীরের ছেলে ফারুকুর রশীদ এর মোবাইল নাম্বার চায়।

ভাইদেরকে ছেলের মোবাইল নাম্বার দেওয়ায় জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রিজিয়া বেগমকে ইলেক্টিক টর্চ লাইট দিয়ে পিঠে ও ঘাড়ে আঘাত করে। এক পর্যায়ে স্ত্রী রিজিয়া বেগম মাটিতে পড়ে জ্ঞান হারান।

বাড়ির লোকজন রিজিয়া বেগমকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর (৫৫) কে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর