অনলাইনে গরু অর্ডার করে প্রতারিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৪

ফাইল ছবি

গত কোরবানির ঈদের আগে একটি ই-কমার্স সাইটে গরু অর্ডার দিয়ে প্রতারিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, গেল কোরবানির ঈদের আগে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, সেটি পায়নি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।

তিনি আরও বলেন, একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তার ভুক্তভোগী আমি নিজেই।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন কমিশনের সদস্য মনজুর কাদের, নাসরিন বেগম এবং জিএম সালেহ উদ্দিন, ইআরএফের সভাপতি শারভিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর