মঙ্গলবার থেকে ফের গণটিকা শুরু: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০৪

ফাইল ছবি

আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে সারাদেশে আবারও গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ক্যাম্পেইনে নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দেশের করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম নিয়ে রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অনেক দিন নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি এবং অপেক্ষায় আছেন, তাদের অবশ্যই আমরা অগ্রাধিকার দেব।

তিনি বলেন, প্রথমদিকে নিবন্ধন একেবারে অনেক হয়ে গিয়েছিল। যে কারণে আমাদের একটি জট তৈরি হয়েছিল। কোনো কোনো দিন ২০ থেকে ২৫ লাখ লোকের নিবন্ধন হয়েছিল।

জাহিদ মালেক বলেন, এখন আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে, এখন আর জট থাকবে না।

তিনি আরও বলেন, দেশে টিকা উৎপাদনের বিষয়টি চলমান আছে। বেসরকারি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মা এ নিয়ে চীনের সঙ্গে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের টিকার কোনো কোনো ঘাটতি হবে না। ডিসেম্বরের মধ্যে কেনার মাধ্যমে এবং কোভ্যাক্স থেকে যথেষ্ট পরিমাণ টিকা পাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর