কারা মহাপরিদর্শকের পদে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক।
বৃহস্পতিবার নতুন পদে নিয়োগের মাধ্যমে আনিসুল হকের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০২০ সালের ২৩ সেপ্টেম্বর তিনি কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: