দেশে পৌঁছাল ভারতের উপহারের ৯ আইসিইউ অ্যাম্বুলেন্স

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৫

ভারত সরকারের উপহারের শেষ চালানে ৯টি আইসিইউ অ্যাম্বুলেন্স মঙ্গলবার বেনাপোল বন্দরে প্রবেশ করে।-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাস মোকাবিলায় ভারত সরকারের উপহারের শেষ চালানে ৯টি আইসিইউ অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ৯টি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করে।

সিঅ্যান্ডএফ এজেন্ট উত্তরা মোটরস লিমিটেডের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সগুলো বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। চালানটি খালাস করতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, সব আনুষ্ঠানিকতা শেষে আগামীকালই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে পাঠানো সম্ভব হবে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে আজ সর্বশেষ চালানের ৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর