সংসদের মুলতবি বৈঠক শুরু

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৯

ছবিঃ সংগৃহীত

সংসদের মুলতবি হওয়া বৈঠক মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। টানা ১০ দিন বিরতির পর এ বৈঠক শুরু হলো। তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকারের ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকায় অধিবেশনে দীর্ঘ বিরতি দেওয়া হয়।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বরাবরের মতো বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত নেই। তিনি অসুস্থ বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত রয়েছেন।

এদিকে জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় মঙ্গলবারের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে।  

দুজন এমপি মারা যাওয়ার কারণে ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুদফা মুলতবি করা হয়। অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।   



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর