তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে কৃষি, মৎস্যসহ সব সেক্টরে সুষম উন্নয়ন হচ্ছে। ফলে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের তিশিখালি মাজার প্রাঙ্গণে উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার কৃষি প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের অভিষ্ঠ লক্ষ্য এবং ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদায় আসীন হবে বাংলাদেশ। আর ২০৩০ সালের মধ্যে দেশের সব শ্রেণীপেশার মানুষের সমষ্টিক উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্য অর্জিত হবে। তিনি রাজস্ব খাতের আওতায় ৪৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: