প্রবাসীদের সেবায় বিশেষ ফোন নম্বর চালু করল কুয়ালালামপুর দূতাবাস

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদের সেবায় কুয়ালালামপুর হাইকমিশন তিনটি মোবাইল নম্বর চালু করেছে। সেবা সংক্রান্ত যে কোন প্রয়োজনে নম্বরগুলোতে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি প্রবাসীদের জানানো যাচ্ছে যে, এই কলের মাধ্যমে কোনো অনুরোধ বা তথ্য পেলে হাইকমিশন দ্রুত ব্যবস্থা নেবে।

ফোন নম্বরগুলো হলো - ০১০৪৩০৩১১০ (পাসপোর্ট সম্পর্কিত), ০১০৪৩০৩০২০ (পাসপোর্ট সম্পর্কিত) এবং ০১১২৬২০৬৭০১ (শ্রম ও কল্যাণ সম্পর্কিত)।

যে কোন প্রবাসী বাংলাদেশি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) কল করে সেবা নিতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর