৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে চলবে বিমানের ফ্লাইট

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৫

ছবি : ইন্টারনেট

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিমান ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করব। আর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সপ্তাহে আরও দুটি ফ্লাইট পরিচালনা করব।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া এক নির্দেশনায় বলা হয়, এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক। ফলে ৪ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর