অতিমারি করোনাভাইরাসের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামীকাল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানায় যেতে পারবেন।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেন, মাস্ক না পরলে কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে।
এর আগে ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও কোভিড সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় তখন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: