ভারতের উপহারের আরও ৪০টি অ্যাম্বুলেন্স আসছে কাল

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০৮:২৭

ভারতের উপহারের আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলের ওপারে পেট্রাপোলে পৌঁছেছে-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাস মোকাবিলায় ভারতের উপহারের আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলের ওপারে পেট্রাপোলে পৌঁছেছে।

এগুলো বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশে প্রবেশ করবে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল স্থলশুল্ক, চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

এতে আরও বলা হয়, এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন করে।

এর আগে, গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতির অংশ হিসেবে এরইমধ্যে দুই দফায় ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর