আইভি রহমান ছিলেন একজন নিরহঙ্কারী রাজনৈতিক নেত্রী: কাদের

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ২০:২১

আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন- ছবি সংগৃহীত

একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান ছিলেন একজন নিরহঙ্কারী রাজনৈতিক নেত্রী। 

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আপিল শুনানি শিগগিরই উচ্চ আদালতে শুরু হবে।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।

আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর