বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে বন্ধ রয়েছে আন্তঃব্যাংক চেক লেনদেন। এছাড়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারও বন্ধ আছে।
গত ১৩ এপ্রিল দুপুর থেকে কেন্দ্রীয় ব্যাংকের বিএসিপিএস ও ইএফটিএন এই দু'টি সার্ভারে ত্রুটির ফলে ভোগান্তিতে পড়েছেন অনেকে। বিশেষ করে ব্যবসায়িক লেনদেন ব্যাহত হয়েছে। অবশ্য আরটিজিএসের মাধ্যমে লেনদেন করার সুযোগ পেয়েছেন তারা। আগামী রোববারের মধ্যে লেনদেন নিষ্পত্তি সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জানা গেছে, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমস (বিএসিপিএস) ও বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সার্ভার ১৩ এপ্রিল থেকে বন্ধ। এ দুই উপায়ে দৈনিক গড়ে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়। তবে আন্তঃব্যাংক লেনদেনের অপর দুই সার্ভার রিয়েল টাইম গ্রস সেটেলেমেন্ট (আরটিজিএস) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে লেনদেন হয়েছে। বৃহস্পতিবার আরটিজিএসে প্রায় ৬ হাজার কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয়।
আপনার মূল্যবান মতামত দিন: