অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল পঞ্চগড় টু ঢাকাগামী ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’। শুক্রবার (২০ আগস্ট) সকালে পাঁচবিবি-হিলি স্টেশনের মাঝামাঝি কোকতারা নামক স্থানে ট্রেনটি ভাঙা রেললাইনের ওপর দিয়ে পার হতে যাচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয়রা দ্রুত একটি লাল রঙের গামছা প্রদর্শন করে ট্রেনটিকে রক্ষা করেন।
সান্তাহার জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, পাঁচবিবির কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে কয়েক ব্যক্তি দ্রুত একটি লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এরপর রেললাইনের প্রায় ৮ ইঞ্চি ভাঙা অংশ মেরামত করা হয়। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, ট্রেনটি ভোর ৬টা ৪৫ মিনিটে দাঁড়িয়েছিল এবং এক ঘণ্টা বিলম্বের পর সকাল ৮টা ২৫ মিনিটে যাত্রা করে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আপনার মূল্যবান মতামত দিন: