রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন কে এম নূরুল হুদা

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ২০:৫৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা-ফাইল ছবি

আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন  পর্যবেক্ষণ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।

ওই চিঠি থেকে জানা যায়, সিইসি কে এম নূরুল হুদা ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন। ফিরবেন ২১ সেপ্টেম্বর। তার সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত সরকারী (পিএস) মো. একেএম মাজহারুল ইসলামও থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। দেশীয় মুদ্রায় এসময় তারা সব ভাতা পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর