করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মুহিত

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ২০:১৪

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইস) থেকে বাসায় ফিরেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মুহিতের পুত্রবধূ মানতাসা আহমেদ।

তিনি জানিয়েছেন, বাসায় ফেরার পর সুস্থ আছেন আবুল মাল আবদুল মুহিত। তবে তার শরীর বেশ দুর্বল বলে জানিয়েছেন তিনি।

গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন মুহিত। সেই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হন। এরপর ২৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএইচে ভর্তি করা হয় তাকে।

মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামন করেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর