-2021-08-16-18-00-00.jpg)
শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের আরও একটি অধিবেশন । আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হবে। ওই দিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।
এবার করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে অধিবেশন পরিচালিত হবে। অধিবেশনে যোগাদানে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদে লাগবে করোনা নেগেটিভ সনদ।
সাংবিধানিক বাধ্যবাধকতায় বসছে অধিবেশন। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এবারও অধিবেশনে কিছু বিল পাস হতে পারে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: