বঙ্গবন্ধুর খুনিদের বাড়ির সামনে বিক্ষোভ করুন, প্রবাসীদের পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ২১:৫৩

ছবি: সংগৃহীত

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বাড়ির সামনে বিক্ষোভ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ রোববার (১৫ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের অনুরোধ করবো চিহ্নিত খুনিদের বাসার সামনে গিয়ে প্রতিমাসে একবার বিক্ষোভ করবেন এবং বলবেন এখানে খুনিরা থাকে। এতে তাদের প্রতিবেশীরা জানবে যে সেখানে একজন খুনি থাকে।’

তিনি বলেন, দেশবাসীকে এবং বিদেশে যারা অবস্থান করছে তাদের অনুরোধ করছি এই খুনিদের যদি কোনও তথ্য পান আমাদেরকে জানান। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আপনাদেরকে পুরস্কৃত করা হবে।

ড. মোমেন বলেন, জাতির পিতার আত্মস্বীকৃত পাঁচজন পলাতক খুনির মধ্যে দুই খুনির বিষয়ে আমরা তথ্য জানি। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তবে বাকি তিন খুনির অবস্থান স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর ক্ষেত্রে আশাবাদের কথা জানিয়ে মোমেন বলেন, ‘রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।’

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি যখন তারা মিথ্যা তথ্য সম্পর্কে নিশ্চিত হবে, রাশেদ চৌধুরির নাগরিকত্ব বাতিল করা হবে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর