
শোকের মাস আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি বা নেতিবাচক তথ্য নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হুমকির তথ্য না থাকলেও তারা আত্মতুষ্টিতে ভুগছেন না। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থায় রয়েছে র্যাব।
র্যাব প্রধান বলেন, আগস্ট মাসে জঙ্গিরা অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই এ মাস ঘিরে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট একসঙ্গে কাজ করে। আগস্টের সব ইভেন্ট যেন যথাযথ নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সবাই কাজ করছে। র্যাবের গোয়েন্দা ইউনিটও তৎপর রয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: