কাল থেকে চালু হচ্ছে ভারতীয় ভিসার আবেদন

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ০২:৩৯

ভারতীয় ভিসা-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে সরকারের পক্ষ থেকে দেয়া কঠোর বিধিনিষেধ শিথিলের পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) পুনরায় কার্যক্রম শুরু করবে।

মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে আইভিএসিগুলোতে ভিসা আবেদনের জন্যে প্রার্থীদের কোনো পূর্বানুমতির প্রয়োজন নেই। এছাড়া ভারতে পর্যটন ভিসার আবেদন ছাড়া অন্য সব আবেদন গ্রহণ করা হবে।

ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসাকেন্দ্রগুলো ১ জুলাই থেকে বন্ধ ছিল। আগে একাধিকবার ভারতের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত বা সীমিত হলেও পরে চালু করা হয়। সরকার বিধিনিষেধ জারি করলে ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর