সব ফ্লাইট বন্ধ থাকছে ২০ এপ্রিল পর্যন্ত

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ২০:৪৭

ছবিঃ সংগৃহীত

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের উড়োজাহাজ চলাচল বন্ধের মেয়াদ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সরকারের কঠোর লকডাউনের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গতকাল এক বৈঠকের মাধ্যমে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বেবিচকের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ৫ থেকে ১১ এপ্রিলের নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় ১২ ও ১৩ এপ্রিলও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় ওই সভায়।

বেবিচক সূত্র জানায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন চলবে ১৪ থেকে ২০ এপ্রিল। এ সময় বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। সে সময় আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। গতকালই এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

নির্দেশনা অনুযায়ী, কঠোর লকডাউন চলাকালে বন্ধ রাখা হবে সব ধরনের আন্তর্জাতিক উড়োজাহাজের ওঠানামা। তবে এ সময় কার্গো ফ্লাইট বা চার্টার ফ্লাইট চলবে। কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন।

এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কঠোর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে হবে।

কারণ তখন যদি যানবাহন না চলে, তাহলে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছতে সমস্যায় পড়বেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর