বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে দুটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরীন জাহান লিপির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ই-পোস্টার দুটি ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হলো।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে সরকার ও আওয়ামী লীগ। এবারই প্রথম ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’-পদক চালু করেছে সরকার। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ শিক্ষা, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়ন এবং রাজনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে এ পদক দেওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: