সাভারে সিঙ্গার কোম্পানির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের কাছে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “সকালে সিঙ্গারের টিনশেড গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পরে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার, ডিইপিজেড ও চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
“আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় কয়েকজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন।”
বেলা ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও নেভাতে আরও সময় লাগবে বলে জানান জহিরুল ইসলাম। আগুনের কারণ বলতে পারেননি তিনি।
তিনি বলেন, “টিনশেড গুদামের একটা অংশে এসি সার্ভিসিং ও সংযোজন হত। আগুন লাগার সময় সেখানে কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।”
তবে সেখান থেকে আগুন ছড়িয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। ক্ষয়-ক্ষতি সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে গেলেও এ বিষয়ে এখনও কিছু বলতে পারেনি।
সাভার থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনা জানার চেষ্টা করছে। এখনও বলার মত কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: