করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (০৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে আজ। এর আগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে গত রবিবারও (০১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।
গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে।
নির্দেশনা অনুযায়ী, ০১ ও ০৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ০২, ০৩ ও ০৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ০৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: