করেনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গত ২৮ তারিখ আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুয়িয সুজন জানান, বর্তমানে আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: