-2021-07-28-12-50-00.jpg)
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ওই যাত্রীর নাম মো. সাদ্দাম।
আজ বুধবার (২৮ জুলাই) সকালে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বলেন, ‘আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।’
আটক ওই যাত্রীর কাছ থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: