করোনায় ইসির সিলেট কর্মকর্তার মৃত্যু

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ০৩:০৪

ছবিঃ সংগৃহীত

সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর ২ জুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে এই উপনির্বাচনে ইসরাইল হোসেনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্ব পালনের সময় ৩ জুলাই ইসরাইলসহ তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তা করোনায় আক্রান্ত হন।

আজ রোববার (২৫ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন (৫৭) মারা গেছেন। 

সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে সিটি নির্বাচনের পর সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে যোগ দিয়েছিলেন ইসরাইল হোসেন। এর আগে তিনি ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর