কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব-৩।
রোববার (২৫ জুলাই) বেলা ১২ টা থেকে শাহবাগ মোড়ে র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত শুরু হয় ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বলেন, রাস্তায় যারা বের হয়েছেন সবাইকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে। আমাদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে।
এর আগে, গতকাল শনিবার (২৪ জুলাই) বিধিনিষেধের দ্বিতীয় দিন নিয়ম লঙ্ঘনের দায়ে সারাদেশে ২১২ জনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় মোট ১ লাখ ৯২ হাজার টাকা।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: