
ঈদুল আজহার ছুটিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার (১৯ জুলাই) এই নির্দেশনা দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: