স্বাস্থ্যবিধি মানাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৮ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলেই করোনার মধ্যেও আর্থসামাজিক গতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।
শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের সব কর্মকর্তার আন্তরিক সক্রিয়তায় করোনার বাধায় বাংলাদেশ এখনো সচল রয়েছে। সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলেই আর্থসামাজিক গতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। চায় সরকার জবাবদিহি বজায় রেখে সেবামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে।
জনগণকে সেবা দিতে জবাবদিহির চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, মাঠে আরও সজাগ থাকতে হবে স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে।
সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ভ্যাকসিনের নিশ্চয়তা সবার জন্যই রয়েছে। সবাই ভ্যাকসিন পাবে, এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
আপনার মূল্যবান মতামত দিন: