প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা থেকে শিকার করা ১৫ কেজি ওজনের একটি মা মাছ উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম মাছটি শুক্রবার দুপুর ১২ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়ার কাছে দেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর থেকে বড়শি দিয়ে শিকার করা মাছটি উদ্ধার করেন ইউএনও শাহিদুল আলম। পরে মাছটি সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়াকে খবর দেয়া হয়।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: