মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বাংলা নববর্ষ উদযাপনে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হল। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবেনা।’
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: