
করোনার ভয়াবহতা বাড়ায় সংক্রমণ এড়াতে এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলাপ্রশাসক মোহাম্মদ শামীম আলম। বৃহস্পতিবার (১৫ জুলাই) শোলাকিয়া ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে হবে ঈদুল আজহার নামাজ। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের ঈদ জামাতে অংশ নেয়ার জন্য বছরজুড়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন অনেকেই। ঐতিহ্যবাহী এই ঈদগাহে নামাজ আদায় করেন কয়েক লাখ মুসল্লি। করোনার ভয়াবহতায় গত বছরও এই মাঠে ঈদ জামাত হয়নি। তবে, গত দুই বছর বন্ধ থাকার পর এবার দেশের বিভিন্ন স্থানে কঠোর বিধিনিষেধের মধ্যে ঈদ জামাত হবে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: